সমাজের আলো : তালায় জাতীয়পার্টির প্রতিষ্ট্রাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৪ ই জুলাই বৃহষ্পতিবার।
দিবসটি পালন উপলক্ষে শনিবার বিকাল ৪টায় জাতীয়পার্টি তালাঅফিসে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
জাতীয়পার্টির তালাঅফিসে উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জাতীয়পার্টি,জাতীয়যুবসংহতী, জাতীয়ছাত্র সমাজ, শ্রমিকপার্টি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মি অংশ গ্রহন করেন। দিবসটি সফলভাবে পালনের লক্ষে প্রতিটি ইউনিয়নে প্রস্তুুতিসভা সহ একাধিক পরিকল্পনা গ্রহন করাহয়েছে।
