সমাজের আলো : উপজেলার খলিষখালী গ্রামে রিমা আইচ নামে এক গৃহবধুর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে উঠেছে পাষন্ড স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে ঘটেছে।এলাকাবাসী জানান, গৃহবধু রিমা আইচকে স্বামী ও শাশুড়ি মিলে অমানসিক নির্যাতন করতো। ঘটনার দিন সকালে ওই গৃহবধু রান্না করা অবস্থায় তার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। এ সময় ওই গৃহবধুর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ওই গৃহবধুর পিতামাতা তার মেয়ের বাড়িতে এসে হাসপাতাল থেকে মেয়ে নিয়ে পিত্রালয়ে নিয়ে যায়। তবে ওই গুহবধুর হাত ও পিট আগুনে ঝলসে গেছে। তবে গৃহবধু রিমা আইচ ভয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে সাহস পায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি ।অন্যদিকে ওই গৃহবধুর স্বামী দেবব্রত আইচ জানান, ঘটনার সময় আমি পানের বরজে ছিলাম। উল্লেখ্য এর আগেও দেবব্রত আইচের প্রথম স্ত্রী তার নির্যাতনের কারণে চলে যায়।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক