তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস। এ সময় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ান মুরশিদা পারভীন পাঁপড়ী, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬ ফেব্রুয়ারি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

