শেখ সিরাজুল ইসলাম : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছেন খেশরা ইউনিয়নের ১১(এগার) জন নেতা। এদের মধ্য বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ১১জন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা নৌকা প্রতিক পাওয়ার জন্য আবেদন করেছেন।দীর্ঘ এ তালিকায় আছেন সাবেক ২বারের চেয়ারম্যান এম এম ফজলুল হক, বর্তমান চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার সুমন, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রভাষক তরুণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পিয়াস মাহমুদ।দীর্ঘদিন ইউনিয়নের ছাত্রলীগ ও আওয়ামী লীগের দায়িত্ব পালন করা বীরমুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ-আল-মামুন তাজ বলেন, পারিবারিকভাবে আওয়ামী লীগ করি, কখনো আদর্শচ্যুত হইনি। মাননীয় নেত্রী যদি আমাকে নৌকা প্রতিক দেয় তবে ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতিককে বিজয়ী করবই। তিনি এ প্রতিনিধিকে বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি।চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন, আমি বিগত ৫বছর চেয়ারম্যান ছিলাম, আমার কাজের ভাল-মন্দ জনগনই মূল্যায়ন করবে। তবে দল যদি আমাকে নৌকা প্রতিক না দেয় তবে আমি নির্বাচন করবো না।কামরুল ইসলাম লাল্টু বলেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই আমার নির্বাচন করার প্রত্যাশা।এছাড়া নৌকা প্রতিকের মনোয়ন প্রত্যাশীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত খেশরা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিচ্ছেন আনেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *