শেখ সিরাজুল ইসলাম : আগামী ১১ এপ্রিল তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের শেষ তারিখ ১৮ মার্চ (বৃহস্পতিবার)। কিন্তু এর আগেই উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহন ও জমা দিয়েছেন। বুধবার (১৭মার্চ) দুপুরে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল ইসলাম মুক্তি মনোনয়ন জমাদেন। অত্র ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের নিকট মনোনয়নপত্র জমাদানকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা অধ্যখ্ষ এম.এ গফ্ফার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছহিল উদ্দীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাইদ মিঠু, আওয়ামীলীগ নেতা মো. মনিরুল ইসলা ও মো. কামাল হোসেন সহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, জেঠুয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলীয় চেয়ারম্যান প্রার্থী, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রবিউল ইসলাম মুক্তি সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

