তালা প্রতিনিধি: তালার নেহালপুর এসডিএ মিশনে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। মিশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত শুক্রবার (৫ জুন) তালা উপজেলার নেহালপুর এসডিএ মিশনে ত্রাণ সহায়তা হিসেবে কিছু অর্থ বরাদ্দ করে দেয় মিশন কর্তৃপক্ষ। মিশনের কমিটি ও হোল্ডারদেরকে সিদ্ধান্ত মোতাবেক উক্ত বরাদ্দকৃত অর্থ বিতরণের দায়িত্ব দেয়া হয় মিশনের পালক স্বপন রায়কে। কিন্তু মিশনের পালক স্বপন রায় উক্ত অর্থ সুষ্ঠুভাবে বন্টন না করে তার আস্থাভাজন লোকদের মাঝে বিতরণ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়ে বিষয়টি তালা থানা কর্তৃপক্ষকে অবগত করা হয়। থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য তাগিদ দেয়া হয়। এক পর্যায়ে এসডিএ মিশনের জেলা প্রতিনিধি পাস্টর মৃণাল বাড়ৈ গত ১০ জুন বিকালে উপস্থিত হয়ে মিশনের সকল সদস্যবৃন্দর সাথে আলোচনা করেন। এক পর্যায়ে তিনি মিশনের পালক স্বপন রায়কে সবার কাছে ক্ষমা চাইতে বলেন এবং উপস্থিত সকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী দোয়ানুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। এেিদক এসডিএ মিশনের উর্দ্ধতন কর্তৃপক্ষ গত ২১ জুন বেলা সাড়ে ১২ টায় নেহালপুর এসডিএ মিশন পরিদর্শনে আসেন এবং মিশন সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন এসডিএ মিশনের গোপালগঞ্জের ট্রেজার ভাস্কর বেপারী, এসডিএ মিশনের গোপালগঞ্জের অধ্যক্ষ অরুন রায়, বাগেরহাটের মংলার এরিয়া অফিসার শ্যামল ব্যানার্জী, ধর্মীয় ডাইরেক্টর সনাতন মন্ডল, জেলা পাস্টর মৃণাল বাড়ৈ, মিশনের পালক স্বপন রায়, হোল্ডার মাধব দাশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সুজিত দাশ, নিরাপদ দাশ, শরৎ দাশ, নারায়ণ রায় প্রমুখ। উক্ত সভায় আগামী মাসিক মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত নিস্পত্তি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

