শেখ সিরাজুল ইসলাম : তালার বালিয়ায় পাখিমারা তালতলা বিলে গরু রাখতে গিয়ে খালের পানিতে ডুবে রজব আলী (৭৫) নামের এক বৃদ্ধ রাখালের মৃত্যু হয়েছে। বৃদ্ধ রাখাল তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত মান্দার আলীর ছেলে। প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ বুধবার সকাল আনুমানিক ( ৯.৩০মিনিট)র দিকে রজব আলি গরু নিয়ে বিলে গরু রাখতে যায়। গরু খাল পার হয়ে খালের অপর প্রান্তে চলে গেলে রজব আলী খাল সাঁতরিয়ে গরু পার করে আনতে গিয়ে পানিতে ডুবে যায়। একটু দুরে আরেক গরু রাখাল বালিয়ার ছকিলউদ্দীন সানার ছেলে গোলাম রসুল হঠাৎ দেখে গরু আছে কিন্তু রাখাল রজব আলী নেই। বিষয়টি তাৎক্ষণিক গোলাম রসুল চারদিকে জানাজানি করলে শত শত এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ডুবে যাওয়া রজব আলির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পূর্বে এই বিলে ও খালে এধরনের একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান। মৃত রজব আলি তিন কন্যা ও তিন পুত্র সন্তানের জনক। রজব আলির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

