সমাজের আলো : তালা উপজেলার মাগুরা ও জালালপুর ইউনিয়নের প্রতিটি সরকারি খাল বর্তমানে প্রভাবশালীদের দখলে। এ যেন খাল দখলের প্রতিযোগিতা চলছে।রবিবার সরেজমিনে দেখা যায়, খালে ১০০ হাত অন্তর নেট-পাটা দিয়ে মাছ ধরা হচ্ছে। এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের।স্থানীয়রা বলেন, এলাকার স্বার্থন্বেষী মহল ভরা বর্ষা মৌসুমে পানির ¯্রােত বাঁধা সৃষ্টি করায় এলাকায় জলাবদ্ধতায় রূপ নিয়েছে। মাগুরাসহ খলিশখালী খেশরা ইউনিয়নে একইভাবে প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ওই প্রভাবশালীরা নেটপাটা দিয়ে মাছ ধরছে। উল্লেখ্য, গত বর্ষার মৌসুমে তালা উপজেলার সাবেক নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন মাদরা বালিয়াদহার খাল দেখতে এসে তিনি এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হন। যা পরে মামলা মোকদ্দমা হয়। এ বর্ষা মৌসুমেও ওই প্রভাবশালীরা খালগুলো দখল করে নেটপাটা দিয়ে মাছ ধরছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *