শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় উপজেলার ব্যস্ততম মোড় হিসাবে সুপরিচিত। চার রাস্তার মোড় হওয়ায় বিভিন্ন এলাকার মানুষ সহ স্থানিয় ও বহিরাগত মোটরভ্যান ইজিবাইক নছিমন মোটর সাইকেল ট্রলি সহ বিভিন্ন ধরনের বৈধ অবৈধ যান বাহনের অবাধ বিচরন মোড়টিতে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বালিয়া গ্রামের রাজকুমার নামের এক ব্যক্তি মোড়ের উত্তরপাশে রাস্তার ধারে পানিউন্নয়ন বোর্ডের জায়গা জবর দখল নিয়ে অবৈধভাবে গড়ে তুলেছে বিশাল আকৃতির দুই কক্ষ বিশিষ্ট গ্যারেজ। যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে নছিমন ট্রলি মোটর সাইকেল মোটরভ্যান মেরামতের কাজ। বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতর কারনে কঠোর লকডাউন চলমান থাকলেও লকডাউন মানেনা গ্যারেজ মালিক রাজকুমার। পাশের ওন্য দোকানপাট কমবেশি বন্ধ রাখলেও রাজকুমার নিজেকে লকডাউন সহ সকল বিধি-নিষেধের ঊর্ধ্বে বলে মনে করছেন। এই গ্যারেজে সারাদিন বিভিন্ন এলাকার যানবাহন মেরামত করার ফলে গ্যারেজ থেকে এলাকায় করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। লকডাউন অমান্য করে গ্যারেজ খোলার বিষয়ে রাজকুমারের কাছে জানতে চাইলে বলে, ইচ্ছা হয়েছে তাই খুলেছি, গ্যারেজে আমার খুলব কি না খুলব সেটা আমার ইচ্ছা। এবিষয়ে শালিখা মোড়ের খুব কাছে অবস্থিত খেশরা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই গোলাম রসুলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিষেধ করছি কিন্তু শুনছে না, না শুনলে আমরা কি করব। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে পাকা গ্যারেজ নির্মাণের বিষয়ে সাতক্ষীরা বাপাউবো (২) এর উপ-সহকারী প্রকৌশলী জিয়াউর রমানের কাছে মুঠোফেনে জানতে চাইলে তিনি বলেন ওই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য আনুমানিক ছয় মাস পুর্ব নোটিশ দেয়া হয়েছে, কিন্তু এখনো সরানো হয়নি। তিনি আরো বলেন করোনার কারণে আমাদের এই ধরনের কার্যক্রম সাময়িক বন্ধ আছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরা জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, ব্যস্ততম চার রাস্তার মোড় এবং মারাত্মক দুর্ঘটনা প্রবন বাকের উত্তর পাশে এসব অবৈধ স্থাপনার কারণে বাকের আড়ালে যানবাহন চালকদের নজর না যাওয়ার ফলে এখানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এলাকায় করোনা মহামারীর বিস্তার ঠেকাতে লকডাউনে সরকারের দেয়া বিধি-নিষেধ অমান্যকারী গ্যারেজ মালিক রাজকুমারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ-সহ তার অবৈধ স্থাপনা (গ্যারেজ) উচ্ছেদ করা জরুরী বলে মনে করছেন সকল শ্রেণী পেশার মানুষ।
