সমাজের আলোঃ তালার খেরশা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আলোচিত প্রতিবন্ধী সিরাজুলকে তার সৎ মা ও সৎ ভাইবোন জোর করে ঘর থেকে বের করে দিয়ছে। ঘর থেকে বের করে দিয়ে প্রতিবন্ধী সিরাজুল তার স্ত্রী সন্তানের থাকার জায়গা দিয়েছে রান্নাঘরে ভয়ঙ্কর বিস্ফোরক হিসেবে খ্যাত গ্যাস সিলিন্ডারের সাথে। সাতক্ষীরা জেলার তালার খেরশা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত শেখ নাসিরের প্রথম স্ত্রির বড় ছেলে শেখ সিরাজুল ইসলাম। গত ১৭-০৬-২০২০ ইংরেজি তারিখে নিজ বাড়িতে শেখ নাসিরের মৃত্যু হয়। মৃত্যুর পর থেকে নাসিরের তৃতীয় স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়ে নাসিরের প্রথম স্ত্রীর বড় ছেলে প্রতিবন্ধী সিরাজুলকে পৈতৃক ভিটা বাড়ি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র শুরু করে। সিরাজুলের সৎ মা ও সৎ ভাই বোন বাড়িতে কোন ভাবেই থাকতে দিতে না চাইলেও প্রতিবন্ধী সিরাজুল লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে বাড়িতে থেকে যায়। প্রতিবন্ধী সিরাজুল অনেক কষ্টে তার পৈত্রিক বাড়িতে থাকলেও তার আসবাবপত্র ও সাংসারিক জিনিসপত্র এখনো শহরের ভাড়া বাড়িতে আছে। প্রতিবন্ধীর সৎ মা ও সৎ ভাই বোন সিরাজুলের বাসার মালামাল তার পৈতৃক বাড়িতে ওঠাতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধী সিরাজুল তার পৈতৃক ভিটা বাড়ির অংশ বুঝে পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছে বলে জানা গেছে। প্রতিবন্ধী সিরাজুলের সৎ মা ও সৎ ভাই বোন সিরজুলকে বার বার সিরাজুলকে ঘর ছেড়ে চলে যেতে বললে সিরাজুল তাদের কথা না শুনে ঘরে থেকে যায়। ঘর থেকে সিরাজুলকে নামাবার কোন উপায় না পেয়ে সৎ মা ভাই বোন সিরাজুলকে সপরিবারে রান্নাঘরে গিয়ে থাকার জন্য চাপ দিতে থাকে। তাতেও সিরাজুল ঘর না ছাড়লে তার সৎ মা ও সৎ ভাই বোন ২৫-০৭-২০২০ ইং তারিখ দুপুরে সিরাজুলে বিছানা পত্র জোর পুর্বক রান্নাঘরে দিয়ে আসে।এক পর্যায়ে বাধ্য করা হয় সিরাজুলকে রান্না ঘরে থাকতে। রান্নাঘরে একটি পুরাতন খাটে স্ত্রী ও প্রতিবন্ধী শিশু সন্তানকে নিয়ে প্রচন্ড গরম সহ্য করে অমানবিক কষ্ঠে থাকতে হচ্ছে প্রতিবন্ধী সিরাজুলকে। রান্নাঘরে খাটের মাথায় রাখা ভয়ংকর বিস্ফোরক গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা। যেকোনো মুহূর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রতিবন্ধী পরিবারটির সমাপ্তি ঘটবে এমন উদ্দেশ্যেই তাদেরকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের সাথে থাকতে দেয়া হয়েছে বলে মনে করছে অনেকেই। পুর্বেও একই ভাবে বাড়িতে জমিজমার গোলোযোগ সংক্রান্ত কারনে শেখ নাসির ও তার দ্বিতীয় স্ত্রীর রাখা বিস্ফোরক দ্রব্যে দুর্ঘটনা ঘটে সিরাজুল পঙ্গু হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের চুলার সাথে প্রতিটা মুহুর্তে জিবনের ঝুকি নিয়ে প্রতিবন্ধী পরিবারটি সময় পার করছে বলে জানা গেছে। সিরাজুলের একমাত্র শিশু সন্তান একজন প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। প্রতিবন্ধী শিশুটির ওষুধ গুলো তার সৎ দাদি হাস মুরগির খাবার দেয়া একটি নোংরা মাটির পাত্রে করে রান্নাঘরে রেখে গেছে বলে জানা গেছে। জানা গেছে প্রতিবন্ধী সিরাজুলের সৎ ভাই বিমান বাহিনিতে চাকুরি করে, সেই দাপটে তারা পৈতৃক ভিটা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজেরাই সবকিছু জোর দখলের ষড়যন্ত্র করছে। প্রতিবন্ধী সিরাজুল তার প্রতিবন্ধী শিশু সন্তান সহ পরিবারের সকলের জিবনের নিরাপত্তার জন্য তাদেরকে রান্না ঘর থেকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে দিতে সরকার সহ সকলের কাছে আহ্বান জানিয়েছে।
