তালায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
তালা প্রতিনিধি
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা থানার ২নং বিট পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। তালা থানার এসআই মোঃ আবু কাউছারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, তালা থানার এসআই প্রীতিশ রায়,
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সংরক্ষিত ইউপি সদস্য রেবেকো মকবুল ও ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।

