সমাজের আলোঃ তালায় আব্দুর রশিদ মোড়ল (৫০) নামের আরো একজনের করোনা পজেটিভ এসেছে। তিনি ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী গ্রামের মৃত হাফিজ মোড়লের পুত্র। এদিকে খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের করোনা রোগী আল আমীন শেখের স্ত্রী মোছাঃ আসমা বেগম (২৩) এবং বাগমারা গ্রামের আলমগীর সানার স্ত্রী মোছাঃ সুমি বেগম (২৫) এর করোনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় উল্লেখিত এলাকা দু’টির লকডাউন উঠিয়ে নেয়া হয় এবং পাটকেলঘাটা থানার পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
শুক্রবার (২৬ জুন) বিকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে তালা উপজেলা ৫ নারীসহ মোট ২৩ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও দুইনারীসহ ৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) আব্দুর রশিদ মোড়লের শারীরিকভাবে গায়ে জ্বর, সর্দি ও কাশিসহ অসুস্থ হলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তার বসতবাড়ীতে আসিয়া প্রাথমিক চিকিৎসা দেন ও কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে শুক্রবার রিপোর্টে তার করোনা পজেটিভ আসায় পাটকেলঘাটা থানা কুইক রেসপন্স টিম দুপুরে তার বসতবাড়ীসহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষণা করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত দুই নারীর রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদের লকডাউন উঠিয়ে নেয়া হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার জানান, এনিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *