তালা প্রতিনিধিঃ তালায় আরো ৩ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের পলাশ হালদারের ছেলে শুভেন্দু হালদার (৩৮), সদর ইউনিয়নের কিসমতঘোনা গ্রামের মৃত মিনাজ শেখের পুত্র মোঃ আজিজুর রহমান (৩৪) এবং মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামের শাহজাহান আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪৭)। এরমধ্যে শুভেন্দুর কপিলমুনি বাজারে ঔষুধের ব্যবসা, আজিজুর রহমান ঢাকাতে শিল্প মন্ত্রণালয়ে চাকুরী করেন এবং ফাতেমা বেগম একজন গৃহিনী। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার শনিবার (১৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঐ ৩ জনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে তালা উপজেলা ৪ জন নারীসহ মোট ৯জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

