সমাজের আলো : উৎপাদন বৃদ্ধির লক্ষে তালায় ১ হাজার ৮ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও ডিএপি সার, এমওপি সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রোমা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় বিশ্বাস, জেলা কৃষক লীগ সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কর্মকর্তা শেখ আবু জাফর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

