তালা প্রতিনিধিঃ তালায় গৃহবধূ দিপালী সরকার (৩৮) প্রায় এক সপ্তাহ নিখোঁজ রয়েছে। সে উপজেলার হরিশচন্দ্রকাটি ওয়াপদা এলাকার শ্যামল সরকারের স্ত্রী। এ ব্যাপারে থানায় ডায়েরী করা হয়েছে।
শ্যামল সরকার জানান, তার স্ত্রী এক সন্তানের জননী দিপালী সরকার কিছুটা মানসিক ভারসাম্যহীন। কিছুদিন পূর্বে সে তার বাবার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার আরোশনগর গ্রামে বেড়াতে যান। গত রবিবার (৭ জুন) বাবার বাড়ি থেকে সে তালার উদ্দেশ্যে বের হলেও অদ্যবধি আর ফিরে আসেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। এদিকে কেউ যদি তার স্ত্রীর সন্ধান পান তবে ০১৭১৮-৬১৮৭২৯ মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য সহৃদয়বানদের কাছে অনুরোধ করেছেন।
