তালা প্রতিনিধি : তালা উপজেলা এলাকার একটি মামলার গ্রেফতারী পরোয়ানা আসামীকে ৭দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের আদেশক্রমে বেঞ্চসহকারী ৩নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উক্ত নির্দেশ দেন। সাতক্ষীরার বিজ্ঞ আমলী ৬ নং আদালতে সি,আর- ২৩/২১ (পাটঃ), ধারা- এন,আই এ্যাক্টের ১৩৮। উক্ত মামলার আসামী সৈয়দ নাহিদ হোসেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের সাখওয়াত হোসেনের পুত্র। আসামী সৈয়দ নাহিদ হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোড ১৯৯৮ এর ৮৭ ও ৮৮ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সে কারণে উক্ত কোডের ৩৩৯ বি (১) ধারার বিধান মতে তাকে ৭দিনের মধ্যে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এড. ইমাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

