তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে চাঁদাবাজি মামলায় মোঃ আল আমিন সরদার(২৮) নামের এক ভূয়া সাংবাদিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মোঃ তুব্বাত সরদারের ছেলে। তার বিরুদ্ধে যশোরের মনিরামপুর উপজেলার শামকুড় এলাকার মোঃ মোক্তার আলী সরদারের পুত্র মোঃ ইলিয়াস হোসেন বাদী একটি চাঁদাবজি মামলা করে। উক্ত মামলায় পাটকেলঘাটা থানা পুলিশ বুধবার দিবাগত রাতে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা আল আমিন সরদার বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল। মাদক, নারি কেলেঙ্কারীসহ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। তারা গ্রেফতারকৃত আল আমিন সরদারের সকল অপকর্মের বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভূয়া সাংবাদিক আল আমিন সরদারের বিরুদ্ধে মাদক, নারি কেলেঙ্কারী ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
