তালা প্রতিনিধি : “সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। দিনটি উপলক্ষ্যে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও ওআইসি বিনা মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী মোঃ মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জীবন ও স্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ে ৩০ জন ছাত্রী কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ও কুইজে বিজয়ী ৫ জনসহ মোট ৮ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
