সমাজের আলো : ¨মসজিদে নামজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক মুসাল্লি মৃত্যু বরণ করেছেন। তিনি তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতি জুম্মার ন্যায় শুক্রবার (২৭ আগস্ট) খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী (৫৮)। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।মসজিদের মুসাল্লি রমজান শেখ বলেন, মোমিন ভাই প্রতি জুম্মাবার খেজুরাবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। এই জুম্মায় তিনি আমার পাশে নামাজ পড়ছিলেন। প্রথমে চার রাকত সুন্নাত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি।

