শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালায় তাল গাছ থেকে পড়ে হাবিল ফকির নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত হাবিল ফকির(৫০)উপজেলার জেঠুয়া গ্রামের মৃতঃ পবন ফকিরের পুত্র। তার পারিবারিক ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে গতকাল রবিবার দুপুরে হাবিল ফকির তাল কাটার জন্য তাল গাছে ওঠার পর অসাবধনতা বশতঃ গাছ হতে পড়েগুরুতর আহত হয়। তাৎক্ষনিক হাবিল কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানায় আজ দুপুরের দিকে হাবিল ফকির তার বাড়ির পাশে তাল কাটতে তাল গাছে ওঠার পর সেখান থেকে পড়ে হাবিলের মৃত্যু হয়। তারা অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

