তালা প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিণী বাজারে ডাম্পার ট্রাকের ধাক্কায় শেখ মেহেদী রেজা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক হোসেনের পুত্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১ টার দিকে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটে। তালা থানা ও চুকনগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘাতক ট্রাকটি আটক করলেও তার চালক ও হেলপার পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল মান্নান জানান, মেহেদী রেজা বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ডাম্পার ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মোঃ শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
