তালা প্রতিনিধি : তালায় সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইন ব্যবহারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ (সোমবার) সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ও মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন সংস্থা’র পরিচালক গুলশান আরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুর ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, অগ্রগতি সংস্থার প্রকল্প সম্বন্বয়য় মাছুম বিল্লাহ সোহাগ, নারী উন্নয়ন সংস্থার তৌকির হাসান, সাংবাদিক আজমল হোসেন জুয়েল প্রমুখ । এ সময় ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, শুশীল সমাজের প্রতিনিধিসহ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠির নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *