সমাজের আলো : সাতক্ষীরা তালায় তালগাছ পরিষ্কার করতে উঠে তাল গাছেই শেখ শাহিদুল ইসলাম (৫০) নামের এক গাছির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিদুল ইসলাম ফলেয়া গ্রামের মৃত ওমর শেখের ছেলে। হার্টস্ট্রোকে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, শেখ শাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে তাল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠে। এ সময় সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসি ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ওই তালগাছ থেকে তার লাশ উদ্ধার করে নিচে নামায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

