শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালার তেঁতুলিয়ায় দিনে দুপুরের ছিনতায়ের চেষ্টার খবর পাওয়া গেছে। স্থানীয় জনতা ধাওয়া করে এক ছিনতাই কারীকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানা গেছে।
এলাকায় সরেজমিন পরিদর্শন ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনাসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৪ জুলাই) দুপুর ১ টারও কিছু পরে জাপান বাংলাদেশ ইণ্টারন্যাশনাল টোবাকোর এস আর মিজানুর রহমান তালার শাহাপুর বাজার ও তালা বাজারে সিগারেট বিক্রয় করে তেঁতুলিয়ায় ফেরার পথে আগলঝাড়া ও তেঁতুলিয়ার মধ্যবর্তী কালভার্টের উপর পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা তালার ভায়ড়ার সেলিম মির্জার ছেলে শাহিন মির্জা (২৫), এরফান বিশ্বাসের ছেলে কালাম বিশ্বাস ও অজিয়ার সরদারের ছেলে হযরত সরদার গতিরোধ করে টাকা ছিনতায়ের চেষ্ঠা করে। এসময় তার ডাকচিৎকারে মাঠে কর্মরত লোকজন এগিয়ে আসলে হযরত ও কালাম পালিয়ে গেলেও শাহীন কে ধরে ফেলেন তারা।
এসময় শাহীনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মুখোশ, গাঁজা, কাঁটারী, আলো তামাক, নারিকেলের ছোবড়া, গাঁজা খাওয়ার বাঁশিও উদ্ধার করেন।
এরপর উত্তেজিত জনতা তাকে মারতে মারতে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনার বাড়িতে নিয়ে আটকে রাখেন।
ছিনতাইকারী শাহিন জানায়, হযরতের কথা মতো আমি মুখোশ তৈরী করেছি। দীর্ঘদিন যাবৎ আমরা নিয়মিত গাঁজা খাই। আগলঝাড়া গ্রামের মোহর আলীর কাছ থেকে আমরা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য কিনি।
সে আরও জানায়, শাহাপুর গ্রামের বুদো মেম্বারের ছেলে মিজানুরকে মারার কথা বলে হযরত আমাকে দিয়ে মুখোশ বানিয়ে নিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *