তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সোমবার (২৯ জুন) সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। জেলা পরিষদের সংরক্ষিত-৫ (তালা-পাটকেলঘাটা) এর সদস্য মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হালিম টুটুল ও আওয়ামী লীগনেতা বিশ^াস আতিয়ার রহমান প্রমুখ।
এ সময় তালা মাগুরা পীরশাহ জয়নুদ্দীন মসজিদ,বালিয়াদহ উত্তরপাড়া জামে মসজিদ এবং হাজরাকাটি জামে মসজিদে এক লক্ষ টাকা, পাটকেলঘাটা জেলা পরিষদ ডাকবাংলা মসজিদে ৩ লক্ষ টাকার চেকসহ মোট ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়া তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২শত গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেকে নগদ ৫শত টাকা করে মোট এক লক্ষ টাকা বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *