তালা প্রতিনিধি : সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলা সদরে গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম কাজের উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়, তালা সদরের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগনেতা শাহাবুদ্দীন বিশ^াস, মোড়ল সিরাজুল ইসলাম প্রমুখ।
