তালা প্রতিনিধি : সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন চত্ত্বরে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, রুলফাও পরিচালক মোঃ আফজাল হোসেন, নেট টু রাইটস কর্মকর্তা মোঃ মিরাজুুল ইসলাম, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, যুগের যাত্রীর পরিচালক ইমদাদুল ইসলাম ও অন্ত্যজ নেত্রী সরস্বতী দাস প্রমুখ।

