তালা প্রতিনিধি : তালায় পিতা-পুত্রকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের মৃতঃ সুকুমার নন্দীর পুত্র কৃঞ্চ কুমার নন্দী বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন। এদিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজ শিক্ষক নন্দী দীপংকর ও তার পুত্র সৌমিক নন্দী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে জানাযায়, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর মৌজার এস এ ৩০৯ নং খতিয়ানের ২০০ দাগের জমিতে শনিবার সকালে কৃঞ্চ নন্দীর চাচাতো ভাই নন্দী দিপংস্কার ও ভাইপো সৌমিক নন্দী দাড়িয়ে থেকে লোকদ্বারা কাজ করাচ্ছিল। উক্ত সময় গোপালপুর গ্রামের শুশীল দাশের ইন্ধনে মৃত রাম হরি দাসের পুত্র বিমল দাস (৬৫) ও বিমল দাসের পুত্র সুমঙ্গল দাস (৪২), সুদেব দাস(৩৮),সুব্রত দাস (৩৫), সুমঙ্গল দাসের পুত্র সুভ দাস (১৯), খানপুর গ্রামের ভোলানাথ দাসের পুত্র বাসু দাস (৩৮), আশু দাস (৩৫)সহ কয়েকজন দূর্বৃত্ত উক্ত হামলা চালায়। হামলা পরিচালনা করার সময় বে-আইনিভাবে ধারালো দা, লোহার রড, বাশের লাঠি, শাবল ব্যাবহার করেন। এতে কৃঞ্চ নন্দীর হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত, দিপংস্কার নন্দী ও সৌমিক নন্দীর মাথায় আঘাত করে। আহত কৃঞ্চ নন্দীর হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা নিলেও দিপংস্কার নন্দী ও সৌমিক নন্দী মারাত্মকভাবে মাথায় আঘাত লাগার কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মামলা বাদী কৃঞ্চ কুমার নন্দী বলেন, আমাদের পৈত্রিক সম্পর্ত্তি বেআইনিভাবে দখল করার পায়তারা করে আসছিলো আসামীরা। এনিয়ে তারা কোটে মামলা করেন। যার পিটিশন নং ৩৩২/২০২০ ২৮/০২/২০২১ খারিজ হওয়ার কারনে আমাদের উপড়ে আতঙ্কিত ভাবে হামলা চালায়। তালা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিলরুবা খাতুন জানান, মারাত্মকভাবে আহত সৌমিক নন্দীর মাথায় আঘাতের কারনে ৯টি সেলাই ও দিপংস্কার নন্দীর মাথায় ৩টি সেলাই দিতে হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, নন্দী পরিবারের পৈত্রিক সম্পর্ত্তি জবর দখল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে আসছিলো বিবাদীরা। সম্প্রতি কোটে বিবাদীরা মামলায় হেরে যাওয়ার কারণে এলকার শুশীল দাসের কথা মত আতঙ্কিতভাবে হামলা করেন নন্দী পরিবারের উপর। স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় কুমার দে জানান, নন্দী পরিবারের পৈত্রিক সম্পর্ত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলে আসছিল। শনিবার নন্দী পরিবার তাদের জমিতে শ্রমিকদ্বারা কাজ করাতে গেলে উপরক্ত বিবাদীরা হামলা চালিয়েছে। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, নন্দী পরিবারের সদস্য কৃঞ্চ নন্দী থানায় অভিযোগ করার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড (মামলা নং ১ ) পুর্বক এস আই পীযুষ কান্তি ঘোষকে আসামী ধরার নির্দেশ প্রদান করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *