সমাজের আলোঃ তালার খেরশা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে একটি প্রতিবন্ধী পরিবারকে পৈতৃক ভিটাবাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জোর ষড়যন্ত্র করছে সৎ মা ও সৎ ভাই বোন। মুড়াগাছা গ্রামের শেখ নাসিরের প্রথম স্ত্রির দুই ছেলে শেখ সিরাজুল ইসলাম ও তরিকুল ইসলাম। সিরাজুল ও তরিকুলের যখন মাত্র কয়েক বছর বয়স তখন তাদের পিতা মাতার মধ্যে বিবাহ নিচ্ছেদ ঘটে। তখন তরিকুলের ঠাই হয় মায়ের কাছে মামার বাড়িতে আর সিরাজুলের ঠাই পিতার কাছে পৈতৃক বাড়িতে। কয়েক বছর পরে শেখ নাসির বিয়ে করে ঘরে দ্বিতীয় স্ত্রী নিয়ে আসেন। এর পর সিরাজুলের সাথে শুরু অমানবিক দুর্ব্যবহার ও নির্যাতন। এভাবে চলতে থাকে বেশ কয়েক বছর। এরপর নাসিরের দ্বিতীয় স্ত্রীর কয়েক বছরের ব্যাবধানে দুটি সন্তান হয়। এর পর থেকে সিরাজুলের সাথে শুরু হয় আরো বেশি আমানবিক আচরন। বাড়িতে লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে না পেরে সিরাজুল কখনো বাড়িতে কখনো মামার বাড়িতে কখনো ওন্য কোথাও থাকতে শুরু করে। এভাবে কিছুদিন যাবার পর বাড়িতে জমিজমার গোলমাল সংক্রান্ত কারনে শেখ নাসির ও তার দ্বিতীয় স্ত্রীর রাখা বিস্ফোরক দ্রব্যে দুর্ঘটনা ঘটে সিরাজুল পঙ্গু হয়ে যায়। পঙ্গু অবস্থায় সিরাজুল মামার বাড়িতে ও সাতক্ষীরায় ঘর ভাড়া থেকে ক্ষুদ্র ব্যবসা করে দির্ঘ প্রায় 25 বছর যাবৎ পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছিল। সিরাজুলের একমাত্র কন্যা সন্তান একজন প্রতিবন্ধী। শত অভাব অনটনের মধ্যে তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ করতে হয় তাকে। গত ১৭-০৬-২০২০ ইং তারিখে শেখ নাসির নিজ বাড়িতে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। শেখ নাসির হার্ডের ব্যাথায় কয়েক ঘন্টা ছটফট করলেও তার দ্বিতীয় স্ত্রী চিকিৎসার জন্য কোন প্রকার উদ্যোগ নেয়নি। পিতার মৃত্যুর খবর শুনে সিরাজুল ও তরিকুল বাড়িতে ছুটে আসে এবং পরিবারের সবাইকে নিয়ে পিতার সকল শেষ কর্ম সম্পন্ন করে। পিতার দোয়া অনুষ্ঠান সম্পন্ন করার পর তরিকুল তার প্রতিবন্ধী বড় ভাই সিরাজুলকে পৈতৃক বাড়িতে রাখতে চাইলে তাদের সৎ মা ও সৎ ভাই বোন অগ্নিমূর্তির রুপ ধারণ করে। সিরাজুলের সৎ মা স্পষ্ট ভাষায় বলে বাড়িতে তাদের কোন অধিকার নেই বাড়িতে সিরাজুলকে থাকতে দেয়া হবেনা বাড়িতে আমরা একাই থাকবো। সৎ মায়ের জোর বিরোধিতা সত্বেও সিরাজুল পৈতৃক বাড়িতে থেকে যায়। বর্তমানে সৎ মা সিরাজুলকে বাড়ি ছেড়ে দিয়ে আলাদা বাড়ি করে সেখানে চলে যাবার জন্য বার বার চাপ দিচ্ছে। সিরাজুল তার পৈতৃক বাড়িতে বসবাস করলেও তার আসবাব পত্র ও সাংসারিক জিনিস পত্র সবকিছু শহরের ভাড়া বাড়িতে আছে। সৎ মা তার জিনিসপত্র বাড়িতে উঠাতে দিচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধি সিরাজুলের ক্ষুদ্র আয়ে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা বাড়ি ভাড়া সংসার খরচ নিজের ঔষধ পত্রেৎ খরচ মেটাতে না পেরে এনজিও সহ বিভিন্ন জায়গায় প্রচুর ঋণ হয়ে আছে বলে জানা গেছে। বর্তমানে দেশের করোনা পরিস্থিতির কারনে প্রতিবন্ধী সিরাজুলের সকল উপার্জন একেবারে বন্ধ হয়ে যাবার ফলে পরিবার নিয়ে সে চরম বিপাকে আছে। এই অবস্থায় প্রতিবন্ধী সিরাজুলকে বাড়ি থেকে বের করে দিলে সপরিবারে আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোন উপায় নেই বলে জানান। সিরাজুলের সৎ ভাই বিমান বাহিনিতে চাকরি করে সেই দাপট দেখিয়ে প্রতিবন্ধী সিবাজুলের সৎ মা ও সৎ ভাই বোন সব কিছু নিজেরা গ্রাস করে নিতে চাই। যে কোন মুহুর্তে প্রতিবন্ধী পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়ে সৎ মা ও সৎ ভাই বোন বাড়িটি জোর দখলের জন্য গভির ষড়যন্ত্র করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রতিবন্ধী সিরাজুল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছে বলে জানা গেছে। অসহায় প্রতিবন্ধী সিরাজুল তার পৈতৃক বাড়িতে স্থায়ি ভাবে বসবাসের জন্য সরকার, মিডিয়া,মানবাধিকার,প্রতিবন্ধী ও আইন সহায়তাকারী বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *