তালা প্রতিনিধি : “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৮ আগষ্ট (সোমবার) সকালে তালা উপ-শহরে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুস্থ নারীদের সেলাই মেশিন, নগদ অর্থ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাব সভাপতি ও খলিলণগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ। আলোচনা শেষে ৭ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, ৬ জনকে ৪০ হাজার টাকা এবং অনলাইনের মাধ্যমে ৪জনকে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
