তালা প্রতিনিধি : তালায় বাল্য বিবাহ হয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করে বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ঐ মেয়েকে তার বাবার হেফাজতে দেয়া হয়। অপরদিকে বাল্যবিবাহের অপরাধে বরের বাবা যশোরের মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের কালিপদ দাসের পুত্র মদন দাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৪ আগষ্ট) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস উক্ত জরিমানা করেন। এর আগে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার তালার সরুলিয়া ইউনিয়নের খোর্দ গ্রামের ঐ কিশোরী ও তার পরিবারের লোকদের তার দপ্তরে হাজির করে বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন ।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বাল্যবিবাহ হয়ে যাওয়া এক কিশোরীকে তার বরের বাড়ি থেকে উদ্ধার করে মেয়ের বাবার হেফাজতে দেয়া হয়েছে। অপরদিকে বাল্যবিবাহের অপরাধে বরের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস উক্ত জরিমানা করেন।

