তালা প্রতিনিধি : তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে বিদ্যুৎবিহীন পরিবারে সোলার প্রদান করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় তালার মাগুরা ও খলিলনগর ইউনিয়নের ৩টি পরিবারে Project WECAN Gi Green Renewable Energy Development এর আওতায় সোলার পাওয়ার লাইট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক সেলিম হায়দার, আবু জাফর সেকান্দার বাবু, খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন মণ্ডল, চেইঞ্জমেকার তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সিনিয়র সদস্য সুজয় চক্রবর্ত্তী, মুশফিকুর রহমান, তৌহিদ রানা প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *