তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগরে পল্লী বিদ্যুতের পুলে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত আছাদুল ইসলাম শেখ (৩০) মারা গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আছাদুল শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে। সে পল্লী বিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করতো।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, রবিবার (২৬ ডিসেম্বার) বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয় গুরুতর আহত আছাদুল শেখ। এ সময় স্থানীয়রা তাকে ঝলসানো অবস্থায় পুলের উপর থেকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে চিকি]সাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

শ্রমিক মোঃ আব্দুল্লাহ জানান, পুলের উপর বিদ্যুতের তারের বাইন্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় আছাদুল।তালা পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করা নিষেধ অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে। এ সময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎ স্পষ্ট হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *