শেখ সিরাজুল ইসলাম : তালায় বিদ্যুৎস্পৃেষ্ট আমানউল্লাহ (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের বাবু মালীর পুত্র এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। রোববার (২৭ জুন ) দুপুর দেড়টার দিকে মাগুরা ফলেয়া এলাকায় বৈদ্যুতিক মেইন লাইনের উপর দিয়ে টানানো একটি খোলা তার অপসারণ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমানউল্লাহ পার্শ্ববর্তী ড্রাগন ফলের বাগানে কর্মচারী হিসাবে কাজ করতো। ড্রাগন বাগানে নতুন বৈদ্যতিক খুটির লাইন দিয়েছে মাত্র ১ দিন আগে। রবিবার দুপুরে তাদের বাগানের নতুন লাইনের উপরে থাকা একটি খোলা তার অপসারণের কাজ করছিল সে, অসাবধান বসত তারটির খোলা অংশ বৈদ্যতিক মেইন লাইনের তারে সংযোগ পাওয়ার সাথে সাথে আমানউল্লাহর সমস্ত শরীর ঝলসে পিচের রাস্তার উপর জ্বলতে থাকে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান,অসাবধান বসত বিদ্যুৎস্পৃষ্টে আমানউল্লাহ মালী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

