তালা প্রতিনিধি : তালায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে দুঃস্থ গর্ভবতী মায়েদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে রবিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহি অফিসার মোঃ তারিফ-উল-হাসান। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নামজুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। এ সময় ১২ জন দুঃস্থ গর্ভবতী নারীর মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক