তালা প্রতিনিধি : রবিবার (১২ ডিসেম্বর) বিকালে তালা ভূমিজ ফাউন্ডেশন চত্ত্বরে ইয়থ গ্রুপ এবং প্রেসার গ্রুপ পর্যায়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, নেট টু রাইটস এর সমন্বয়কারী রফিকুল ইসলাম, নেট টু রাইটস কর্মকর্তা মোঃ মিরাজুুল ইসলাম, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মাওলানা তাওহীদুর রহমান প্রমুখ। উক্ত অভিজ্ঞতা বিনিময় সভায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

