তালা প্রতিনিধি : তালায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইনে সাতক্ষীরা জেলা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ (৫০) কে ৬ মাসের কারাদান্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে, আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রম্যামান আদালত। তিনি তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে এবং বর্তমানে সাতক্ষীরা জেলা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস কর্তৃক পরিচালিত এক ভ্রাম্যামন আদালতে তাকে এই অর্থদন্ড ও সাজা প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা নিরাপত খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, তালা উপজেলার দুগ্ধগ্রাম বলে পরিচিতি জেয়ালা গ্রামের এক ব্যবসায়ির বাড়িতে ভেজাল দুধ উৎপাদন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায় জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে দুগ্ধ ব্যবসায়ি প্রশান্ত ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ভেজাল দুধ উৎপাদনে ব্যবহৃত ৩৫০ কেজি গাম ও ৯৬০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। পরে বিকালে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এ সময় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সাল অনুযায়ি দুধ ব্যবসায়ি প্রশান্ত ঘোষকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদান্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে, আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রম্যামান আদালত। অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান ও সাতক্ষীরা জেলা নিরাপত খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।

