তালা প্রতিনিধি : “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। এ সময় তথ্য আপা সাথী রানী রায়, উপজেলা মহিলা সংস্থা কমিটির সদস্যবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান।
