তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটরই গ্রামে মায়ের ওপর অভিমান করে ফাহিমা সুলতানা পাখি (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১০ অক্টোবর ) রাতে এ ঘটনা ঘটে। মৃত ফাহিমা সুলতানা পাখি আটরই গ্রামের গরু ব্যাপারী জাহাঙ্গীর শেখের মেয়ে। সে মধ্য আটরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে রান্না করার সময় ফাহিমার মা তাকে ঘরের কাজে সহযোগিতা করতে বলেন। কিন্তু সে কাজে সাহায্য না করে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। সেখান থেকে বাসায় আসলে তার মা তাকে বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে রশি দিয়ে ঝুলে ছিল। সেখান থেকে উদ্ধার করে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *