সমাজের আলোঃ সাতক্ষীরার তালায় গৌরঙ্গ রায় (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকালে উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের একটি মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক মাদরা গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে গৌরঙ্গ রায় তার নিজস্ব ঘের পাহারা দেয়ার জন্য ঘেরের টোং (বাসায়) গিয়ে ঘুমায়। সোমবার সকাল গড়িয়ে দুপুর পার হলেও সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে ঘেরে খুঁজতে যায়। এক পর্যায়ে তার স্ত্রী ঘেরর টোং ঘরে গিয়ে গলায় নেট (দড়ি) পরানো অবস্থায় দেখতে পায়। তাদের সন্দেহ হলে তারা তালা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানার ওসি (তদন্ত) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই খন্দকার আনোয়ার হোসেন ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সতক্ষীরা মর্গে প্রেরণ করেন।
তালা থানার ওসি (তদন্ত) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তালায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২০ তারিখ ঃ ২৯/০৬/২০২০। তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা লাশের ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই সেটা জানা যাবে।

