তালা প্রতিনিধি : ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে তালায় সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৮ আগষ্ট) সকালে তালা শিল্পকলা একাডেমীতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ তালা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) শিবাশীষ বৈরাগী, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন) শেখ আসিফ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী বলেন,মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, মতবিনিময় এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, রোববার উপজেলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়, মঙ্গলবার উপজেলা মৎস্যচাষীদের মাছ চাষ বিষয় বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরিক্ষা। বুধবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন। বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা,শুক্রবার ভিডিও কনফারেন্সিং মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *