সমাজের আলো : তালার কলাগাছি গ্রামে মৎস ঘেরের বেড়িবাঁধ কেটে নিজের ঘেরের সাথে একাকার করে নেওয়ায় আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কলাগাছি গ্রামের খগেন্দ্র নাথ সরকারের কন্যা স্বরসতি সরকার বৃহস্পতিবার তালা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।সূত্রে জানা যায়, কলাগাছি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে অনিল সরকারের সহিত দানপত্র সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে স্বরসতি সরকারের বিরোধ রয়েছে।
স্মরস্মতি সরকার উক্ত সম্পত্তি নামজারীর জন্য তালা এসিল্যান্ড অফিসে আবেদন করেন। ১৮ নভেম্বর খেশরার নায়েব উক্ত সম্পত্তির সরেজমিনে গিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করার কথা। সে কারণে অনিল সরকার উক্ত সম্পত্তি নিজ দখলে প্রমান করার জন্য ১৭ নভেম্বর দিবাগত রাতে ঘেরের ভেড়ি কেটে দিয়ে পাশ্ববর্তি নিজের ঘেরের সাথে একাকার করে নেয়। এতে স্বরসতি সরকারের দুই লক্ষ টাকার ক্ষতি হয় ।

