তালা প্রতিনিধি
তালায় আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন গীর্জাসহ বাড়ি-ঘরে সাজগোজ, আলোক সজ্জা, বড়দিনের গান, কেক তৈরি, বিশেষ খাবার ও কীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীর্জায় গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রার্থনায় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী হরিশ্চন্দ্রকাটি এফ-সি-সি-বি চার্চের আয়োজনে শুভ বড়দিন ও নববর্ষ পালন উদ্যাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। রনজিৎ কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, এমপি পত্নী নাসরিন খান লিপি, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পুত্র শিশু সংগঠন অর্ঘ্য ঘোষ, সাংবাদিক তাপস সরকার, চার্চের রঘুনাথ সরকার প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *