তালা প্রতিনিধি : তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু। সংগঠনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলপের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন এবং জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ। এ সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলপ,সাংগঠনিক সম্পাদক পদে সৌমিত্র চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা খাতুন নির্বাচিত হন।

