তালা প্রতিনিধি: সোমবার (২৯ জুন) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য’র ঐচ্ছিক তহবিল হতে ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যান্সারে আক্রান্ত ও মেধাবী শিক্ষার্থীসহ মোট ১৭ জনকে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা রির্পোর্টাস ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ।

