তালা প্রতিনিধি: তালা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রায়হান ইসলাম (৩১) করোনা জয় করেছেন। বুধবার (৮ জুলাই) তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগিটিভ আসায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারাহ ফেরদৌস এ স্বাস্থ্য কর্মীকে করোনা মুক্ত ঘোষণা করেন। বিকালে তালা থানার এসআই মেহেদী হাসানসহ তার সঙ্গীয় ফোর্স চিকিৎসক রায়হানের বাড়িতে গিয়ে লকডাউন তুলে নেন। এদিকে বৃহস্পতিবার ( ৯ জুলাই) তালায় শেখর দেবনাথ (৫১) নামের এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার মাগুরা গ্রামের মৃতঃ অনিল দেবনাথের পুত্র। এ নিয়ে উপজেলায় ৭ নারীসহ মোট ৩৮ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা হাসপাতাল কর্তৃপক্ষ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রায়হান ইসলাম বলেন, গত ২১ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার পর ২৫ জুন আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রন্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সকলের দোয়া ও আল্লাহর রহমতে এখন সুস্থ আছি।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ফারাহ ফেরদৌস বলেন, হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রায়হান ইসলাম প্রথম করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগিটিভ আসায় আমরা তালা থানার অফিসার ইনচার্জ কে তার বাড়ি থেকে লকডাউন তুলে নেয়ার জন্য বলা হয়েছে। রায়হান ইসলাম বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন বলে জানান তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত স্বাস্থ্য কর্মীর বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ২৪ জনরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলোয় বুধবার পর্যন্ত মোট ২৯৫ জন করোনা আক্রান্ত হয়ছেনে। এছাড়া সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫টি রিপোর্ট পজিটিভ, ৩ জনের রেজাল্ট এখনও আসেনি এবং বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *