তালা প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ/২০২০-২০২১ মৌসুমে খাদ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য শস্য সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচাজ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধু, উপজেলা খাদ্য কর্মকর্তা গোপাল চন্দ্র্র দাশ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক আবুল হোসেন, তালা-পাটকেলঘাটা মিল মালিক সমিতির সভাপতির খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাংবাদিক মোঃ আকবর হোসেন, মিলার মোঃ ইবাদুল ইসলাম প্রমুখ। তালা পাটকেলঘাটা খাদ্য অফিসার মোঃ আবুল হোসেন জানান, চলতি বৎসর ২৭৯৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এ ধান সংগ্রহ চলবে। আগে আসলে আগে ধান নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *