সমাজের আলো : তালায় কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত ৪ টি সুইচ গেট সংস্কারে ১৯ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কতৃক তালা উপজেলাধীন জেটুয়া ও কানাইদিয়ার উপ প্রকল্প এস পি নং ১৫৩৩৫ এর ২০২০-২০২১ অর্থবছরে সুইচগেট সংস্কারে ১৯ লক্ষ ৩৫ হাজার ১ শত ৩০ টাকার অনুমোদন দেওয়া হয়।এ কাজটি দায়িত্বে থাকা ঠিকাদার তাঁর নাম ও প্রতিষ্টানের পরিচয় গোপন করে নামেমাত্র কাজ করছে।কাজের মেয়াদ আগামী ৬ ই এপ্রিল ২০২২ শেষ হওয়ার কথা।
সরেজমিন গিয়ে দেখা গেছে,পুরাতন পাট উঠিয়ে তাতে রং করা সহ প্লাষ্টিক এর পুটিং দিয়ে যেনতেন ভাবে প্রস্তুত করেছে।ঠিকাদারের কাজে দায়িত্বে থাকা সুপারভাইজার স্থানীয় ইউপি সদস্য আনারুল এর বাড়িতে অবস্থান নিয়ে তাঁর অবৈধ পেশিশক্তির বলে এ কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে।বিষয়টি স্থানীয় সুফলভোগী নুনু মোড়ল,সাবেক মেম্বার সুলতান আহম্মেদ,লেয়াকত গাজী সহ একাধীক ব্যক্তিরা জানিয়েছেন,যে ভাবে এ সুইচগেটের সংস্কার কাজ করা হয়েছে তার কোন সুফল আমরা পাব না।বরং বর্ষা মৌসুমে বন্যকবলিত এ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে।কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডি-র প্রকৌশলী জানিয়েছেন কাজের মান খারাপ এ অভিযোগ এসেছে।তবে কাজ দরপত্র অনুযায়ী না হলে বিল ছাড় করা হবে না।এলাকাবাসী জানিয়েছেন,অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টরা ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজ সঠিকভাবে করার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *