তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস্ এন্ড ক্রাইম) এ,কে,এম নাহিদুল ইসলাম। শুক্রবার (১২ জুন) সকালে তালা থানার দ্বি-বার্ষিক পরিদর্শনে আসলে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম (রাহাত) কে তালা থানার ওসি মেহেদি রাসেলের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সালামী প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি সালামী গ্রহণ করেন। পরে তালা থানার অস্ত্রাগার, হাজতখানাসহ সকল সরকারি কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি করোনা ঠেকাতে করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, তালা থানার ওসি মেহেদি রাসেল, তালা থানার পরিদর্শক (তদন্ত) শেখ সেকেন্দার আলীসহ তালা থানার সকল ফাড়ির আইসি, সকল এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।
