সমাজের আলো : হেরাত দখলের পর সড়কে টহল দেন তালেবান যোদ্ধারা। সংগৃহীত ছবি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত এখন তালেবানের দখলে। সেই হেরাতের গর্ভনর দপ্তরে গতকাল শনিবার জড়ো হয়েছিলেন হাজারো সেনা। তবে তালেবানের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ক্ষমা চাইতেই সেখানে জড়ো হন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতকে গত বৃহস্পতিবার দখল করে তালেবান। এরপর সেখানকার অন্যতম স্থানীয় কমান্ডার ইসমাইল খানকে আটক করে তালেবান। গত জুলাইয়ে হেরাতে যখন লড়াই তীব্র আকার ধারণ করে, তখন সম্মুখসমরে অংশ নেন এ আফগান কমান্ডার। তাকে ‘লায়ন অব হেরাত’ হিসেবে আখ্যা দেওয়া হয়। একে একে তালেবানের হাতে দেশের বেশির ভাগ অঞ্চলের পতনের পর দেশটির সরকারি বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস হামলার ভয় বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় হেরাতের আফগান সেনারা গতকাল একত্র হয়ে ক্ষমা চান। তাদের প্রায় সবাই ছিলেন সাধারণ পোশাকে। গভর্নর দপ্তরের ভেতরে তালেবান সদস্যরা সোফার ওপর বসা ছিলেন। কারও কারও হাতে ছিল মার্কিন সেনাদের ফেলে যাওয়া রাইফেল। কফির টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে রাখা কাগজে নামের (যারা ক্ষমা চেয়েছেন) তালিকা পর্যালোচনা করেছিলেন।

